Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Wheel Chair Distribution
Details

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে অস্বচ্ছল শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সর্ম্পূণ বিনামূল্যে বিতরণের জন্য  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নোয়াখালীর অনূকুলে ৬৫টি হুইল চেয়ার প্রেরণ করা হয়। জেলা স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলা, নোয়াখারী পৌরসভা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নোয়াখালীর জন্য বরাদ্দকৃত হুইল চেয়ার জেলা প্রশাসন নোয়াখালী কর্তৃক এবং উপজেলার জন্য বরাদ্দকৃত হুইল চেয়ার (হাতিয়া ব্যতিত)  উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। 

এমতাবস্থায়, হুইল চেয়ার আবেদনকারী কে আবেদনপত্র, প্রতিবন্ধী পরিচয় পত্র ও এক কপি ৪আর সাইজের ছবি সহ নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো (ফাইল সংযুক্ত)।

Publish Date
26/11/2024
Archieve Date
15/12/2024