বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০% লোক প্রতিবন্ধী। সে হিসেবে বাংলাদেশের প্রায় দেড় কোটি লোক প্রতিবন্ধী। কিন্তু বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুসারে এ সংখ্যা প্রায় ১৬ লক্ষ (চলমান প্রক্রিয়া)। কুসংস্কার, জনগনের মধ্যে সামাজিক মূল্যবোধের অভাব, আথির্ক অনটোন, অব্যবস্থা ইত্যাদি কারণে অধিকাংশ প্রতিবন্ধী ব্যক্তিরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও কল্যাণমূলক কাজ নিবিড়ভাবে সম্পাদন সহ তাদের সেবায় যথার্থ শক্তিশালী ভূমিকা রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯৯ সনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এবং এ সময়কালে প্রতিবন্ধীদের কল্যানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ মহান জাতীয় সংসদে অনুমোদিত হয়। এছাড়া গত ৩ মে ২০০৮ তারিখ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন হিসেবে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ (ইউ এন সি আর পি ডি ) কাযর্কর হয়েছে। এ অধিকার সনদ অনুযায়ী বাংলাদেশ প্রতিবন্ধীদের সহযোগীতা করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিবন্ধী ব্যক্তিবর্গের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীণ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে ৬৪ জেলায় ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। নোয়াখালী জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ২০১২ সাল থেকে সেবা প্রদান করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস