Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

জন্মগতভাবে বা রোগাক্রান্ত হইয়া, বা দুঘর্টনা আহত হইয়া, বা অপচিকিৎসায় , বা অন্য কোন কারনে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পন্ন কম ক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবন যাপনে অক্ষম জনগোষ্ঠী কে সেবা প্রদান ও সহায়ক উপকরণ বিতরণের মাধ্যমে স্বাভাবিক চলাচল করতে পারবে এবং আত্মকমর্সংস্থানের ব্যবস্থা করে তারা নিজেদের কে অথনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষম করা।

উদ্দেশ্য:

১) বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপী চিকিৎসা সুবিধা প্রদান।

২) প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সেবা প্রদান।

৩) বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ।

৪) প্রতিবন্ধীদের তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ।

৫) কাউন্সেলিং।

৬) সচেতনতা মূলক

৭) রেফারেল সেবা।

৮) প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে মোবাইল থেরাপী ভ্যান সেবা কার্যক্রম।